Amay Prosno Koray Neel Dhrubo Tara আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
Amay Prosno Koray Neel Dhrubo Tara
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা। SEYLON Music Lounge
কন্ঠঃ বাপ্পা মজুমদার
মূল শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথা ও সুরঃ সলিল চৌধুরী মিউজিক
রিআরেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
প্রোডাকশনঃ Forty Nine Blue
এজেন্সিঃ ক্রিয়েটো
কোনো কোনো হারানোর বেদনায় আমরা হয়ে যাই বোধহীন, নিথর।
নীল ধ্রুবতারাও এমন দিশেহারা পথিককে দেখাতে পারে না নতুন পথের দিশা।
মানব মনের এই গভীরতম অনুভূতি মূর্ত হয়ে আছে হেমন্ত মুখোপাধ্যায় এর “আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা” গানে।
উপভোগ করুন সিলন চায়ের সাথে।
Amay Prosno Koray Neel Dhrubo Tara
SEYLON Music Lounge
Amay Prosno Koray Neel Dhrubo Tara
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।। …
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমিহারা।।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।। …
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা।।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।।
Amay Prosno Koray Neel Dhrubo Tara
SEYLON Music Lounge
All Song and Videos You can Watch From Our Page: ভালবাসা