Brishti
বৃষ্টি নামটা
‘বৃষ্টি’ নামটার মাঝে একটা দুঃখী দুঃখী, বিষন্নতায় ভরা,অদ্ভুত এক কাতরতা আছে।
তবুও মানুষ তার প্রিয় মানুষকে এই নামে কেন ডাকে জানা নেই আমার।হয়ত দুঃখী ভাবটা চিরকাল ধরে রাখার জন্য,কারণ একসময় সবার চেয়ে আলাদা করে
ডাকা/নাম দেওয়া মানুষ গুলো সময়ে উবে যায়,নিশ্চিহ্ন হয়ে যায়,সময়ের পরিক্রমায় খুঁজে পাওয়া যায় না আর!
তাই হয়ত এমন নামগুলো বেছে নেয়।যখন আপনার জানালার বাইরে
‘বৃষ্টির’ ঝাপ্টা এসে হুট করে আপনাকে ছুঁয়ে যায়,সেই ‘বৃষ্টির’ ফোটায় মানুষটা কে আপনি চাইলে অনুভব করতে পারেন।এটা ক্ষণিকের অনুভূতি বটে!মেঘলা আকাশে কালো কালো মেঘে যখন ছেয়ে যায় ফোটা ফোটা ‘বৃষ্টি’ টুপটুপ করে আপনার চুল বেয়ে পড়ে প্রচন্ড মন খারাপে ভাবেন ‘আমারো বৃষ্টি নামে একজন ছিল।’ এ অনুভূতি সারাক্ষণের কিংবা সারাজীবনের!
কারণ, ‘বৃষ্টি’ কখনো হাসতে জানে না ‘বৃষ্টি’ কখনো হাসে না,চুপচাপ ঝরঝর করে ঝরে পড়ে নীলান্ত কালো মেঘ থেকে!
মেঘ থেকে হারানোর বেদনা না আমি বুঝি না আপনি!কেউই না,কারণ ‘বৃষ্টি’ শব্দে কেমন যেন দুঃখী দুঃখী ভাব আছে।
লিখেছেন : – Naowar Bhuiyan TanZu
Introduction :-
You Can Visit Our Websites :- JACCHE.COM
Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com
YouTube Channel :- Apu Chandro Sorker