fbpx

Deyale Deyale

Song: Deyale Deyale 

Music video 

Artist: Minar Rahman
Released:2019
Language: Bangla
Genre: Bangla Pop
Lyrics:
বলো না কেনো তুমি বহুদূরকেনো আমি একাহৃদয়ে ভাঙচুরজানো নাতুমি হীনা এ আমারস্বপ্ন মেঘে ঢাকানামে না রোদ্দুর
বলো না কেনো তুমি বহুদূরকেনো আমি একাহৃদয়ে ভাঙচুরজানো নাতুমি হীনা এ আমারস্বপ্ন মেঘে ঢাকানামে না রোদ্দুর
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালেহিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজিআড়ালে আড়ালে, কোথায় হারালেফিরে তুমি আর আসবে না বুঝি?
কত রাত কেটে গেছে আঁধারেনেইতো ভোরের দেখাবোঝাবো কিভাবে?কত ঘুম মিশে গেছে অজানায়জানে শুধু দু’চোখভুল সে স্বভাবে
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালেহিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজিআড়ালে আড়ালে, কোথায় হারালেফিরে তুমি আর আসবে না বুঝি?
তবু আমি তোমার অপেক্ষায়দেখবো নতুন দিনের আলোবেঁচে থাকার আশ্রয় তুমিতোমাকেই শুধু বাসি ভালো
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালেহিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজিআড়ালে আড়ালে, কোথায় হারালেফিরে তুমি আর আসবেনা বুঝি?
বলো না কেনো তুমি বহুদূরকেন আমি একাহৃদয়ে ভাঙচুরজানো নাতুমি হীনা এ আমারস্বপ্ন মেঘে ঢাকানামে নারোদ্দুর
SourceMusixmatch

Introduction :-

You Can Visit Our Websites :- JACCHE.COM

 

Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com

YouTube Channel :- Apu Chandro Sorker

About Author:

Nushrat Ferdous

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.