Paracetamol Baundule
Paracetamol Baundule
Paracetamol || Baundule || Nandini Bhar || বাউন্ডুলে || প্যারাসিটামল || বাংলা কবিতা
প্রায় এক বছর আগের লেখা কবিতা, প্যারাসিটামল। নন্দিনীদির অসামান্য পাঠে এ কবিতা অন্য মাত্রা পেয়েছে। তার সাথে ঋক্ আর শালিনীর অসামান্য কিছু ছবি। আশা করি,এ কাজ আপনাদের সবাইকে ছুঁয়ে যাবে।
আমি বড়ো স্বার্থপর জানো?
আমি চাই তুমি আমার সাথে থাকলে তোমার মাঝে মাঝে জ্বর হোক।
কি হোলো?
বিশ্বাস হচ্ছেনা?
সত্যি বলছি।
আমি চাই তুমি আমার সাথে থাকলে তোমার মাঝে মাঝে জ্বর হোক।
শরীরের উত্তাপ মাপার উছিলায় বেশ তোমার কপাল, ঘাড়, গলা ছোঁবো!
তুমি কি ধরে ফেলবে আমার অভিসন্ধি?
সরিয়ে দেবে হাত? নাকি সবটা ধরার পরেও, আশকারা দেবে চোখে?
ফাটাফুটি ঠোঁট নিয়ে কাটাকুটি খেলবে, বলো?
তারপরে এই ধরো, জ্বরের ঘোরে মাঝরাতে কোনো খারাপ স্বপ্ন দেখে জড়িয়ে ধরবে আমায়।
আমি বলবো, ” স্বপ্ন! সোনা, স্বপ্ন! এইতো আমি!” ততক্ষণে মেখে নেবো জ্বরের শরীরের ঘ্রাণ!
কিংবা ধরো মাঝরাতে তোমার জ্বর বাড়লো, তুমি আবোলতাবোল বকা শুরু করলে।
তখন তোমার কপালে জলপট্টি দিতে দিতে আমি ঠিক খুঁজে নেবো, তোমার আবোলতাবোলেও আমিই আছি কিনা!
আমায় বড় স্বার্থপর মনে হচ্ছে, তাই না!?
আচ্ছা, অভিভাবক হলে ভালো লাগতো তোমার?
মানে, এই ধরো, তোমার জ্বর বলে বাজার থেকে একগাদা ফল কিনে আনলাম? সারাক্ষণ টিক টিক করতে থাকলাম এটা খাও, ওটা খাও, ওটা কোরোনা, সেটা কোরোনা!
সত্যি বলো, ভালো লাগতো??
তুমিতো জানো সত্যিটা, তুমি জানো…
তোমার পাগল প্রেমিকা আসলে খামে নয়, ঠোঁটে করে প্যারাসিটামল নিয়ে ঘুরে বেড়ায়।
কবিতা – প্যারাসিটামল
Voice Multimedia: অসাধারণ প্রেম বিরহের কবিতা- খুব অভিমান তোমার। কবি- এসএম মতিউল হাসান
আবৃত্তি- রাহিম আজিমুল ও মাহাফুজা খান সুমা
Introduction :-
You Can Visit Our Websites :- JACCHE.COM
Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com
YouTube Channel :- Apu Chandro Sorker