Keu Minar
Song: Keu Singer: Minar

Youtube
Or
Facebook
কেউ,
তোমাকে দিয়েছে কিছু ঘুম ।
আমাকে দিয়েছে রাত জাগা ।
কেউ,
তোমাকে জড়ালো সে হাওয়ায়,
জানিয়ে যে গেলো ভালোলাগা ।
আমি,
তোমার সে পথ চেয়ে থাকি,
আমি
বহুরাত জেগেছি একাকী ।
তুমি,
কাকে খুঁজে যাও বারবার?
কার কাছে যেতে পথে নামো ।
তুমি,
কাকে ভেবে ভেবে হেসে ওঠো ?
কার ডাকে ভুল করে থামো ?
আমি,
কার কাছে যাবো বলে দিও ?
কে আমাকে চিঠি লিখে হায় ?
আমি,
আর কত কড়া নেড়ে যাবো ?
প্রতিদিন ভুল দরোজায় …

Singer: Minar
Lyrics: Isteaque Ahmed
Tune & Music: Marcell
Starring: Shibli, Payel, Evan
DoP: Ridoy Sarkar, Forhad Hossain
Edit & Color: Hasan Mahadi
Associate Director: M Zaman Shahed
Assistant Director: Azharul Islam Ovi
Production: Salt Communications
Director: Isteaque Ahmed
Label: Eagle Music.
Thanks to Ponty, Manik, Mamun & Solaiman
Lirycs :
কেউ,
তোমাকে দিয়েছে কিছু ঘুম ।
আমাকে দিয়েছে রাত জাগা ।
কেউ,
তোমাকে জড়ালো সে হাওয়ায়,
জানিয়ে যে গেলো ভালোলাগা ।
আমি,
তোমার সে পথ চেয়ে থাকি,
আমি
বহুরাত জেগেছি একাকী ।
তুমি,
কাকে খুঁজে যাও বারবার?
কার কাছে যেতে পথে নামো ।
তুমি,
কাকে ভেবে ভেবে হেসে ওঠো ?
কার ডাকে ভুল করে থামো ?
আমি,
কার কাছে যাবো বলে দিও ?
কে আমাকে চিঠি লিখে হায় ?
আমি,
আর কত কড়া নেড়ে যাবো ?
প্রতিদিন ভুল দরোজায় …