Purnimar Chad
পূর্ণিমার জন্য চাঁদ ||
এক চতুর্দশী চাঁদ দেখি অাজ , হায় চতুর্দশী চাঁদ
কাল তুষ্টি হয়ে ব্রহ্মপূজায় সৃষ্টি অভিলাষে মত্ত পুরুষ ছিলে তুমি,
অাজ নীলকন্ঠের সাথে বৈকুন্ঠ প্রেমে মজেছো বড্ড লাজে- সম্পূর্ণমন্ডলায়,
ছায়া সুনিপুনে, কি জাগাবে তারপর ! ত্রয়োদশী চাঁদ !
প্রেম না মোহ !!
অগ্নিস্বাত্তাদী দ্বাদশী কলায়, শশী তুমি শঙ্খীনী হয়ে ওঠো
অামি নির্জীব হই তোমার চন্দ্রিমার অাঘাতে,
অঙ্গিরা হয়ে মদির ঊষায় তুমি একাদশী চাঁদ ,
পূর্ণ গ্রহণের অাশায় অামার ভেতর , পালিত হয় একাদশী ।
তারপর, যম -বায়ুতে কি নবমী অথবা দশমীর তুমি চাঁদ
অামায় অংশু মালীনি করে তোলো, ছুটি মরিচিকায়,
সৌম্য -ঋদ্ধি-ধৃতি তুমি, সপ্তমী অষ্টমী,
ষষ্ঠী কলায় চন্দ্ররূপ, নিয়ে পূজিত প্রনামী
অামায় গ্রহন করো রাজচন্দ্র ,প্রাপ্তি স্বীকার করো পন্ঞ্চমীর কালে , বিনা বাঁধায় চাঁদ তুমি হও , একক পুরুষ, তার প্রথম ছোঁয়া।
বরুন নামে এসো, নববধূর প্রথম অবগুন্ঠন, খোলা লজ্জায় রতিতে, চতুর্থীর চাঁদ, লুন্ঠিত করো প্রেম, ঘুম,রাত -দিন,
দিবা-নিশি, চুমুকে চুমুকে তোমার অালো দাও, পান করি , প্রিয় প্রেমে, অাপন গতিতে।
প্রীতিতে অক্ষদা হই, জোস্না ঝরুক অবিরাম কান্তিতে
চন্দ্রিকা হই চাঁদ, তোমার এমন প্রেমে, লোক লাজ, সাজ ভুলে- অপেক্ষায় থাকি,
ষোড়শ কলার।
সূর্য তেজে, যশে, দ্বিতীয়ার চাঁদ পূর্ণতা দাও অামায়,
অবগাহন করি, হোক চন্দ্রস্নান,
প্রথমায় অামি পূর্না হই, তুমি প্রেমেন্দ্র চাঁদ
ষোলকলায় অগ্নিরূপে চন্দ্রদহনে ভালোবাসার জোয়ার নামাও পূর্ণচন্দ্রে ।
পূর্ণচন্দ্র চাঁদ, অামি অপার তিতিক্ষায়
পৃথিবীর একপাশে তুমি, অন্যদিকে দেখো ,
অামি পৃথিবী সমান তৃষ্ণা বুকে বসে অাছি,
পূর্ণচাঁদ, তোমার পূর্ণিমার অপেক্ষায়।
–………..
You Can Visit Our Websites :- JACCHE.COM
Facebook Pages :-
(1) ভালবাসা_
(2) Advanced Products
(3) Jacche.com
YouTube Channel :- Apu Chandro Sorker